ভারতের একটি জাতীয় মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে একে একে ৫০টি গাড়ি সংঘর্ষে পড়ে আট জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সকালে দিল্লি ও হরিয়ানার মধ্যবর্তী রোতক-রেওয়ারি মহাসড়কে একটি ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভির। নিহতদের মধ্যে ছয় জনই নারী। সংঘর্ষের কবলিত গাড়িগুলোর মধ্যে শিক্ষার্থীদের বহনকারী স্কুলবাসসহ অনেক প্রাইভেট কার ছিল।
হরিয়ানা রাজ্যের ঝাজ্জর এলাকার এ ঘটনায় নিহতদের মধ্যে সাত জনই নারী। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিভিন্ন গাড়ির ভেতর আটকে পড়া মানুষদের বের করে নিয়ে আসা হচ্ছে। তাছাড়া বিধ্বস্ত গাড়িগুলো সেখান থেকে সরানোর ব্যবস্থা করছে উদ্ধারকর্মীরা।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হরিয়ানা রাজ্যের বিভিন্ন অংশ, দিল্লি, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও রাজস্থানে সকাল থেকেই ব্যাপক কুয়াশা পড়তে দেখা গেছে। এমন হয়েছে যে, চোখের সামনে কি আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না।