ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টাকার মালা পরিয়ে দেয়া হয়েছে।
রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর ১০নং জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার সংলগ্ন মাদ্রাসায় নির্বাচনী সভায় এই ঘটনা ঘটে।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী। মির্জা ফখরুল জনসভায় উপস্থিত হওয়ার পর ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মঞ্চে ওঠার পরপরই স্থানীয় কয়েকজন টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন।
এ সময় ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এই আস্থার মর্যাদা সেনাবাহিনী রক্ষা করবে। জনগণ যা চায় তাই করবে। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার ব্যবস্থা করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ আছে নাকি, আওয়ামী লীগ নাই; ঘরে ঘরে এখন ধানের শীষ আছে। এই ধানের শীষের উত্তালে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। এইজন্য বিভিন্ন জায়গায় হামলা-হুমকি দিচ্ছে।
পরে দলীয় নেতাকর্মী লাইন ধরে তার গলায় টাকার মালা পড়িয়ে দেন। ইতিমধ্যে টাকার মালা পড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।