Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে ৭০০ সেনা মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক শৃঙ্খলা রক্ষায় সিলেটে ৭০০ সেনা মোতায়েন করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১২টা থেকে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও সেনাবাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। সোমবার সকাল থেকে কাজ করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম।

তিনি জানান, সিলেট সিটি করপোরেশন এলাকাসহ জেলার প্রতিটি উপজেলায় ৫০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সিলেট জেলায় ৭শ’ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ৩০০ সংসদীয় এলাকায় ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী সশস্ত্রবাহিনী কাজ করবে। নির্বাচনের পর আগামী ২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সশস্ত্র বাহিনীর এই কর্মপরিধি নির্ধারণ করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মূলত জেলা, উপজেলা ও মহানগর এলাকার সংযোগস্থলে (নডাল পয়েন্ট) অবস্থান করবেন। প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবেন। সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায়, নৌবাহিনী উপকূলীয় ১৮ উপজেলায় এবং বিজিবি সীমান্তবর্তী ৮৭ উপজেলায় দায়িত্ব পালন করবে। বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহন বিমান নির্বাচনে সহায়তা প্রদানে প্রস্তুত থাকবে।

Bootstrap Image Preview