আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সাতক্ষীরা-২ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
মোস্তাক আহমেদ রবি বলেন, দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছে বলেই দেশে নৌকার জোয়ার বইছে। নৌকা প্রতিক জয় লাভ করলে গ্রাম হবে শহর। তাই আগামী ৩০ ডিসেম্বর রবিবার সারাদিন উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।
এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।