Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটে টাকা লেনদেনের সময় মির্জা আব্বাসের ২ কর্মী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সঙসদ নির্বাচনের ভোট চাইতে গিয়ে টাকার লেনদেন করার সময় হাতেনাতে মোহিত ও শহীদ নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুইজনই ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুর এলাকার আল বারাকা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুইজন মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছিলেন এবং অবৈধভাবে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এদের মধ্যে শহীদ মির্জা আব্বাসের ভাই মির্জা খোকনের বন্ধু।

তারা জানায়, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে এই টাকা এসেছে। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview