ফরিদপুরের-৪ আসনের এমপি প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, আমি এমপি হলে সর্বপ্রথম এ আসন থেকে সন্ত্রাস ও মাদক ধ্বংস করব।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম আব্দুর রশিদ উচ্চ-বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানান তিনি।
সাইফুর রহমান মিরন হাওলাদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন মিয়া, পৌর সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা, আ.লীগ নেতা এনামুল হক আপু শামীম চোকদার, রাজিব ভুইয়া প্রমুখ।