২০১৮ সালের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডলের ১০ তম’ আসরের সেরার মুকুট তুলে নিলেন সালমান আলী। তিনি উপহার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি। গত রবিবার (২৩ ডিসেম্বর) রাতে বিচারক নেহা কাক্কর ও বিশাল দাদলানি এই বিজয়ীর নাম ঘোষণা করেন।
বিজয়ী হওয়ার পর সালমান বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমার অনূভূতি প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। ইন্ডিয়ান আইডল আমাদের স্বপ্ন পূরণের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এখানে অনেক কিছু শিখেছি এবং অনেক কিংবদন্তি শিল্পের সামনে পারফর্ম করার সুযোগ পেয়েছি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’
ইন্ডিয়ান আইডলের চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন ‘জিরো’ ছবির তারকা শাহরুখ খান,আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সালমানের সঙ্গে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন নীতিন কুমার,অঙ্কুশ ভরদ্বাজ,নীলাঞ্জনা রায় এবং বিভর পারাশর। প্রথম রানারআপ হিসেবে নির্বাচিত হয়েছেন অঙ্কুশ ভরদ্বাজ এবং দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা রায়।