Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মোস্ট স্টাইলিস্ট ম্যান-২০১৮’ হলেন নিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview


চলতি বছরে নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন জিকিউর মূল্যায়নে বিশ্বের সবচেয়ে স্টাইলিস্ট পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য বিবাহিত মার্কিন পপ গায়ক নিক জোনাস, যিনি কিনা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী। তিনি ভক্তদের ভোটে বিশ্বের ৬৪ জন স্টাইলিস্ট পুরুষকে টপকে ‘মোস্ট স্টাইলিস্ট ম্যান-২০১৮’ হয়েছেন। গত শুক্রবার ২৬ বছর বয়সী মার্কিন গায়ক ও অভিনেতার নাম ঘোষণা করে জিকিউ।  শুধু পুরুষ ফ্যাশনবিষয়ক আন্তর্জাতিক মাসিক এই সাময়িকীটি।

বিজয়ীর নাম ঘোষণার পর সাময়িকীটি লিখেছে,শুধু পুরুষের ফ্যাশনের জন্যই নয়,নিক জোনাস তার যেকোনো উপস্থিতিতেই বিস্ময় সৃষ্টি করেছে। নিক ঠিক জানেন,‘কোথায় কোন পোশাকটি পরতে হয়।’

বিশ্বের সবচেয়ে ফ্যাশন সচেতন পুরুষ নির্বাচিত হওয়ায় গর্বিত তার প্রিয়তমা স্ত্রী পিগি চপস। স্বামীকে চুম্বনরত একটি আদুরে আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করে নিকের এই অর্জনকে স্বাগত জানিয়েছেন পিগি। দিয়েছেন দুর্দান্ত এক ক্যাপশন। লিখেছেন,‘এই গ্রহের সবচেয়ে স্টাইলিস্ট পুরুষটিকে চুমু দিতে পেরে আমি সম্মানিত, সৌন্দর্যের দেবতার আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক,প্রিয়তম! তার দেওয়া এই পোস্টে এ পর্যন্ত লাইক পড়েছে ২৫ লাখ ৯০ হাজারের বেশি এবং রয়েছে অসংখ্য মন্তব্য।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিকের বিপরীতে ছিলেন ডোয়েন জনসন,যিনি দ্য রক নামে বিশ্বে পরিচিত। ডোয়েন ২০১৭ সালে নিকের সঙ্গে ‘জুমানজি’ ও প্রিয়াংকার সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় কাজ করেছেন। তবে তাকে অনেক ভোটে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে নেন নিক।

এই বড় অর্জনে অভিভূত নিক জোনাস। ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি। শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেছেন, ‘সেই অল্প বয়স থেকে এই পর্যন্ত তিনি একটি বিষয়ের ওপরই নজর দিয়েছি,আর সেটি হলো স্টাইল। শুধু তা-ই নয়,সেরা স্টাইলটিই ছিল সবসময় আমার নজরে। আর ২৬ বছর বয়সে এসে এই স্বীকৃতি পাওয়ায় খুব বেশি আনন্দিত আমি।’

প্রতিযোগিতায় যারা শীর্ষে যেতে পারেননি,তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন মার্কিন গায়ক। বলেছেন, ‘আগামী বছর সৌন্দর্যের ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন।’ ভক্ত ও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

গত ১৮ আগস্ট মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে আংটিবদল করেন প্রিয়াংকা। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ যুগলের—একটি খ্রিস্টান রীতিতে ও অপরটি হিন্দু রীতিতে। এর পর দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত হয় তিনটি বিবাহোত্তর অভ্যর্থনা।

জানা যায়,প্রিয়াংকা ও নিক তাদের হলিউডি বন্ধুদের জন্য আরেকটি রাজকীয় পার্টি দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হবে সেই পার্টি।

 

Bootstrap Image Preview