রায়হান রাফির পরিচালনায় তৃতীয় ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন সিয়াম-পূজা। এর আগে তাদের দেখা গেছে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ অভিনয় করতে। আর একই পরিচালকের ছবিতে হ্যাট্রিক করতে যাচ্ছেন ‘দহন’ খ্যাত দুই তারকা।
এর মধ্যেই শেষ হয়েছে ছবিটির গল্প লেখার কাজ। ছবিটি মূলত আন্ডারওয়ার্ল্ডের একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মাণ করা হবে। এখানে দেখা যাবে একজন সহজ-সরল ছেলে কিভাবে সন্ত্রাসী হয়, পুলিশের চোখে হয়ে ওঠে মোস্ট ওয়ান্টেড,আর সেটি নিয়েই গল্পটি তুলে ধরা হবে।
তবে ছবিটির নাম এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। আপাতত ‘আন্ডারওয়ার্ল্ড’ নামেই চলছে প্রি-প্রোডাকশনের কাজ। প্রতিবারের মত এবারের ছবিটিও প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়া।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এ বিষয়ে বলেন,‘ছবির বেশ কিছু দৃশ্য ভারতে শুটিং করতে হবে। কলকাতা থেকে একজন নায়িকাও থাকবেন। এর মধ্যে গান রেকর্ডিংয়ের কাজ শুরু করব। সব কিছু ঠিক থাকলে মার্চে ক্যামেরা চালু করতে পারব। কারণ ছবিটি রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’