Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোট চাইতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ AM

bdmorning Image Preview


মিডিয়ার সামনে খুব একটা আসেন না মাশরাফিপত্নী সুমনা হক সুমি। কিন্তু স্বামী যখন জাতীয় নির্বাচনের মাঠে নেমেছেন তাই আর চুপ করে ঘরে বসে থাকতে পারলেন তিনি। তাই স্বামী মাশরাফিকে নিয়ে সুমি তার নিজের গ্রাম মানে মাশরাফির শ্বশুরবাড়ির এলাকায় নৌকা মার্কায় ভোট চাইলেন।
মাশরাফির জন্য ভোট চাওয়ার সময় সুমি বলেছেন, 'আমি আপনাদের এলাকার মেয়ে। মাশরাফিও আপনাদের এলাকার জামাই। আমি আজ নৌকা মার্কায় ভোট চাইতে আসছি। তবে এভাবে ভোট চাইতে আসতে হবে কখনো কল্পনা করি নাই। আপনারা মাশরাফিকে খুব বেশি পছন্দ করেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।'
শুধু স্ত্রী সুমি নয়, মাশরাফি নিজেও বক্তব্য রেখেছে জন সাধারনের মাঝে । আওয়ামী লীগকে আবারো জয়যুক্ত করতে আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, 'এখন পর্যন্ত যে কয়টি পথসভা করেছি, রাজনৈতিক কথা বলিনি। বলতেও চাই না। খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়েই আপনাদের এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি সুযোগ দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের সহযোগিতায় সুন্দর, সমৃদ্ধ নড়াইল গড়ে তুলতে চাই, ইনশাল্লাহ।'

Bootstrap Image Preview