Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা, টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও এমএসডিকে দলে রাখেননি নির্বাচকরা। সীমিত ওভারের ক্রিকেটে ধোনির সাম্প্রতিক ফর্ম এবং দুটো টি টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে না থাকার পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে ২০১৯ বিশ্বকাপের দলে ধোনি থাকবেন তো? অনেকেই ভেবেছিলেন ধোনিকে ধীরে ধীরে ছেঁটে ফেলতে চাইছেন নির্বাচকরা তাই টি-টোয়েন্টি দলে রাখছেন না তাঁকে। সব জল্পনায় জল ঢেলে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলেও ফিরলেন মাহি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং তার পরেই নিউ জিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সোমবার এই দুই সিরিজের জন্য দল বাছতে বসেছিলেন এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি। ধোনির দলে ফেরা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে একদিনের দল থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ। দলে এলেন মহম্মদ শামিও। এশিয়া কাপে চোট পাওয়া হার্দিক পান্ডিয়াও একদিনের এবং টি-টোয়েন্টি দলে ফিরলেন।

ওয়ানডেতে ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, মহম্মদ শামি।

টি-টোয়েন্টিতে ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ  

Bootstrap Image Preview