Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজের ভুল স্বীকার করলেন আম্পায়ার তানভীর হায়দার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৪ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে মাঠের চেয়ে মাঠের বাইরের খবর ছিল বেশি। যার কেন্দ্রবিন্দু নো-বল। যখন বাংলাদেশ রান তাড়া করে তখন আম্পায়ার তনভীর আহমেদ, লিটন দাসের ক্যাচ নো-বল বলে বাতিল করে দেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিয়ান বোলার ওশেন থমাসের পা লাইনের ভেতরেই ছিল।

যার ফলে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট রীতিমতো ফেটে পড়েন। তবে আম্পায়ার, টিভি আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা মিলে সিদ্ধান্ত নেন, বলটি নো-বল হিসাবেই গণ্য করা হবে। অর্থাত্‍ সিদ্ধান্ত বদলাবে না। এবং নো-বলের ফলে ফ্রি-হিট পায় বাংলাদেশ। তা-তে ছয় মারেন সৌম্য সরকার।

এ বার এই নিয়ে মুখ খুললেন আম্পায়ার তনবির। বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'নো-বল নিয়ে সব সময় একটা কথা থেকেই যায়, লাইন এবং পা-র মধ্যে দূরত্বটা কত। এবং যখন বোলার খুব তাড়াতাড়ি লাফায় তখন মাঝে-মাঝে বোঝা সহজ হয়ে ওঠে না। আমি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। আমার ভুল হয়েছে।

আপনি যদি আমার অতীত দেখেন আমার ইতিহাস খুব একটা খারাপ নয়। ইনশাল্লাহ, আমি আবার ফিরে আসব। ভালো-খারাপ দিন সবারই থাকে।'

Bootstrap Image Preview