Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘জিরো'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:১৬ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


মুক্তির প্রথম দিন বক্স অফিসে ২০ কোটি ১৪ লাখ রুপি আয় করে জিরো। দ্বিতীয় দিনে এ ছবির আয় কমে হয় ১৮ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় দিন বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ ২০ কোটি ৭১ কোটি লাখ রুপি। তিন দিনে মোট আয় ৫৯ কোটি সাত লাখ রুপি। আন্তর্জাতিক বক্স অফিসে সংগ্রহের সংখ্যা এখনো প্রকাশ পায়নি।

ছবিটি নিয়ে সবার আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সেই অনুযায়ী ব্যবসা করতে পারছে না।

বলিউড কিং খান শাহরুখ, আনুস্কা শর্মা, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের নিয়ে করা ছবিটির বক্স অফিসে এমন মুখ থুবড়ে পড়া নিয়ে অবাক হয়েছে অনেকেই।

‘জিরো’ মুক্তির দিনে একই সাথে মুক্তি পায় কন্নড় তারকা যশের ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’, তেলেগু ছবির তারকা ধানুশের ‘মারি’ সিরিজের দ্বিতীয় কিস্তি।

কেজিএফ তিনদিনে আন্তর্জাতিক বক্স অফিসে আয় করেছে ৫৯ কোটি এক লাখ রুপি। প্রথম দিন আয় করে ১৮ কোটি এক লাখ, দ্বিতীয় দিন ১৯ কোটি দুই লাখ রুপি। চলচ্চিত্র ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সামনের দিনগুলোতে কেজিএফের আয় আরো বাড়বে।

‘জিরো’ এই দুই ছবির সাথে মুক্তি পাওয়ার কারণেই ব্যবসাটা সেইভাবে করতে পারছেনা বলে মনে করছেন অনেকেই।

তবে শাহরুখের মতো তারকার ছবি এই ধরনের অজুহাতে মুখ থুবড়ে পরবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। ছবিটি মুক্তির আগে শাহরুখ আশঙ্কা প্রকাশ করেছিলেন ছবিটি ফ্লপ হলে অনেকদিন বেকার থাকতে হবে তাকে, তার সেই আশঙ্কাটাই সত্যি হয় কিনা সেটার দিকেই এখন চোখ সবার।

Bootstrap Image Preview