বুধবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ম্যাচের আগেই প্রথম একাদশ ঘোষণা করার কথা ছিল ভারতের। কিন্তু ২৪ ঘণ্টা আগেই টিম ঘোষণা করল বিরাট ব্রিগেড। ভারতের তৃতীয় টেস্টের দলে তিনটি বড় পরিবর্তন আসল। দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা। অভিষেক করছেন ময়ঙ্ক আগরওয়াল। প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন লোকেশ রাহুল, মুরলি বিজয় ও উমেশ যাদব।
সিরিজ এখন ১-১। অ্যাডিলেডে ভারত ও পার্থে অস্ট্রেলিয়া জিতেছে। বক্সিং ডে টেস্ট মর্যাদার ম্যাচ। আর এবার এই টেস্ট দুই টিমের কাছে ভাগ্য নির্ধারণেরও। তাই কোনও ফাঁক রাখতে চাইছে না কোনও পক্ষই।
অ্যাডিলেডে প্রথম টেস্টে জয়ের পর মনে হয়েছিল এই অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে। এত নির্বিষ ব্যাটিং লাইন-আপ ক্রিকেট ইতিহাসের কোনও অস্ট্রেলিয়া দলে ছিল না। প্রাক্তন অজি ক্রিকেটাররাও মেনে নিয়েছিল তেমনই। কিন্তু পারথ টেস্টে সেই অস্ট্রেলিয়ার কাছেই হারার পর ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেন।
অধিনায়ক বিরাট স্বীকার করেন, স্পিনার ব্যবহারের কথা মাথাতেই আসেনি তাঁদের। যার ফলে নাথান লিয়ঁর স্পেলেই ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। মেলবোর্নের পিচে সেই কারণেই টিমে ফেরানো হয়েছে রবীন্দ্র জাদেজাকে। আর দুই ওপেনিং জুটি মুরলি বিজয় ও লোকেশ রাহুল প্রথম দুই টেস্টে চূড়ান্ত ব্যর্থ। তাই রনজিতে ভাল পারফরম্যান্স করা ময়ঙ্ক ডাক পেলেন অস্ট্রেলিয়ায়। অভিষেক করবেন জাতীয় দলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুধবার এক স্পিনার, তিন পেসার নিয়ে নামবে ভারত। ইশান্ত শর্মা, মোহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল ও হনুমা বিহারী। তিন নম্বরে চেতেশ্বর পূজারা। মিডল অর্ডারে অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। সাত নম্বরে আছেন উইকেট কিপার ঋষভ পান্থ।
এদিকে অস্ট্রেলিয়া টিমে মেলবোর্ন টেস্টে দলে ফিরছেন মিচেল মার্শ। যা ভারতের জন্য বিপদজনক হতে পারে। পিটার হ্যান্ডসকম্বের বদলে টিমে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়াও তিন পেসার ও এক স্পিনার নিয়ে নামছে। জোসে হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন। মিচেল মার্শের অলরাউন্ড পারফরম্যান্সকেই ভারতের বিরুদ্ধে হাতিয়ার করতে চায় অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।
মেলবোর্ন টেস্টে ভারতের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, পূজারা, কোহলি(অধিনায়ক), রাহানে, রোহিত, পান্থ, জাদেজা, শামি, ইশান্ত, বুমরাহ