Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ১৮৪০ ইভিএম যাচ্ছে আগামীকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ৬টি সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) একটি।

আগামীকাল বুধবার  আসনটিতে ভোটগ্রহণে জন্য জেলা নির্বাচন কার্যালয়ে ১ হাজার ৮৪০টি ইভিএম পাঠানো হবে এবং বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য গত ১৭ ডিসেম্বর থেকে কোতোয়ালীর প্রতিটি ভোটকেন্দ্রে ‘মক ভোটিং’ কার্যক্রম শুরু করা হয়। ১১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

‘মক ভোটিং’ কার্যক্রমে ব্যবহৃত ২৮৮ ইভিএম ভোটগ্রহণে ব্যবহার করা হবে না। নির্বাচন কর্মকর্তাদের মতে, এসব মেশিন দিয়ে এতদিন ‘মক ভোট’ দেয়ায় কোনো ধরনের বিভ্রান্তি যেন না থাকে, সে কারণে এসব মেশিনে ভোটগ্রহণ করা হবে না। ১ হাজার ৮৪০ নতুন ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, চট্টগ্রাম-৯ আসনের ইভিএম গ্রহণের জন্য গত ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে চিঠি প্রেরণ করা হয়। চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত মোট ১ হাজার ৮৪০টি ইভিএম গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা আদেশ দেন। আদেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এসব মেশিন গ্রহণের জন্য নিয়োগ দেয়া হয়।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গ্রহণের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বি-ওয়ান, কাস্টমাইজেশন সেন্টার থেকে মঙ্গলবার বিকেলে এসব ইভিএম গ্রহণ করবেন। এরপর সেগুলো বুধবার চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।

পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিসার অথবা সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার পদের কোনো কর্মকর্তাকে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য গত রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নানকে দাফতরিকপত্র দিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী সচিব (ক্রয় ও মদ্রণ) সৈয়দ গোলাম রাশেদ।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘যানজট বা অন্য কোনো ধরনের অসুবিধা না থাকলে বুধবার সকালে কোতোয়ালীর আসনের জন্য ১ হাজার ৮৪০ সেট ইভিএম এবং পরদিন বৃহস্পতিবার একই আসনের জন্য পোস্টাল ব্যালট পেপার এসে পৌছাবে।’

Bootstrap Image Preview