Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসিতে ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৪ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সিইসির সঙ্গে রাজধানীতে সমাবেশসহ নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলতে ইসিতে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তারা পৌঁছান। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ ১০ নেতা।

ঐক্যফ্রন্টের গণমাধ্যম কর্মকর্তা মেহেদী মাসুদ সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্ট আগামী ২৭ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। সে বিষয়ে কথা বলতে ইসিতে গেছেন তারা।

এর আগে রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ডিএমপি কমিশনার তাদের জানিয়েছেন যে ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না।

‌কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী, ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এ বিষয়ে সেদিন তারা সিইসির সঙ্গে দেখা করে কথা বলে এসেছেন।

Bootstrap Image Preview