Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পার্টিতে কী করছে নারীরা, উঁকি মারতেই হতবাক পুলিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview


ভারতের গুজরাটে মদ্যপান নিষিদ্ধ। তারপরও বন্ধ মদ পান করা যে বন্ধ হয়নি। তবে সরকারের এই কড়াকড়িতে মদ পান করা যে বন্ধ হয়নি নতুন বছরের আগে তার আলামত দেখতে পেল রাজ্যের পুলিশ। যেখানে পুরুষ নয়, মদ্যপান করা অবস্থায় দেখা গেল এক ঝাঁক নারীকে।

ভারতীয় গণমাধ্যমে খবরে বলা হয়, দিন কয়েক পরেই বছর শেষের আনন্দে মেতে উঠবেন সবাই। শহরজুড়ে হবে অনেক পার্টি। তেমনই এক পার্টির আয়োজন হয়েছিল একটি ক্লাবে। কিন্তু সেখান কী হচ্ছে, তা দেখতে গিয়েই হতবাক হয়ে গেল পুলিশ নিজেই। 

একজন কিংবা দুজন নয়। পার্টি থেকে মদ্যপানের জন্য আটক করা হয়েছে ২১ জন নারীকে। হরেক রকমের মদ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই ক্লাবের ম্যনেজারকেও। 

Bootstrap Image Preview