Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০১৮ সালে ব্যাটিংয়ে শীর্ষে মুশফিক, বোলিংয়ে মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:১২ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:৩০ PM

bdmorning Image Preview


চলতি বছর ২২ ডিসেম্বর সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। বছরের বাকি দিন গুলোতে আর কোনো ম্যাচ নেই তাদের। পরিসংখ্যান বলছে ২০১৮ সালটি বাংলাদেশের ক্রিকেটে জয় হিসাবে সবচেয়ে এগিয়ে। যেখানে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে মুশফকুর রহিম আর বোলারদের মধ্যে সবচেয়ে সফল মেহেদি হাসান মিরাজ। 

২০১৮ সালে তিন সংস্করণ মিলিয়ে মোট ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ওয়ানডে ২০টি, টেস্ট ৮টি ও টি-টুয়েন্টি ১৬টি। সাফল্য এসেছে ওয়ানডেতেই বেশি। মোট ১৩টি ওয়ানডে জিতেছে টাইগাররা। আর টেস্ট ৩টি ও টি-টুয়েন্টি জিতেছে ৫টি।

২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে জয় পেয়েছে ২১টি ম্যাচে। এর আগে ২০০৬ সালে তিন ফরম্যাটে ৩৩ ম্যাচের মধ্যে ১৯টি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ দল। 

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক 

 

খেলোয়াড়

ম্যাচ

মোট রান

টেস্ট

ওয়ানডে

টি-টুয়েন্টি

মুশফিকুর রহীম

৪৩

১৬৫৭

৪৯০

৭৭০

৩৯৭

মাহমুদউল্লাহ

৪৪

১৩০৯

৪৭৬

৪৭৬

৪১৪

তামিম ইকবাল

৩১

১২০১

১৬৩

৬৮৪

৩৫৪
 

লিটন দাস

৩৩

৯৭৭

৩০৪

৩৪০

৩৩৩

সাকিব আল হাসান

৩০

৯৫৮

২১৩

৪৯৭

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি 

খেলোয়াড়

ম্যাচ

মোট উইকেট

টেস্ট

ওয়ানডে

টি-টুয়েন্টি

মেহেদী হাসান মিরাজ

৩৩

৬১

৪১

১৮

মোস্তাফিজুর রহমান

৩৫

৫৭

২৯

২১

সাকিব আল হাসান

৩০

৫৩

১৭

২১

১৫

তাইজুল ইসলাম

৪৩

৪৩

রুবেল হোসেন

২৭

৩৬

২৩

১৩


 

 

 

Bootstrap Image Preview