Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাড়াটের ঘরে গোপন ক্যামেরা, আতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের দক্ষিণ মুম্বাইয়ে একটি অ্যাপার্টমেন্টে ৪৭ বছরের অবিবাহিত বাড়িওয়ালার বিরুদ্ধে  ফ্ল্যাটে গোপন ক্যামেরা লাগিয়ে রাখার অভিযোগ দায়ের করেছে ভাড়াটিয়া তিন নারী।

দেড় বছর যাবত পেইংগেস্ট হিসেবে থাকতেন ওই তিন নারী। সাধারণত নারীদেরই ভাড়া দিতেন এই বাড়ির মালিক।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত বাড়িওয়ালার কাছ থেকে গোপন ক্যামেরায় রেকর্ড হওয়া গত প্রায় দেড় বছরের ফুটেজ পেয়েছে পুলিশ। এখন খতিয়ে দেখা হচ্ছে, সেই সব ফুটেজ কোথাও শেয়ার করা হয়েছে কি না।

পুলিশ সূত্রে জানা যায়, নারীদের সম্মানহানীর জন্য ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনে ওই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু জামিনযোগ্য অপরাধ হওয়ায় অভিযুক্ত ব্যক্তি ছাড়া পেয়ে যায়।

Bootstrap Image Preview