Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে পেট্রোলবোমাসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালী জেলার মহিপুর থানার লক্ষ্মীরহাট-সংলগ্ন এলাকা থেকে নাশকতার অভিযোগে মমিন হাওলাদার নামে স্থানীয় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোররাতের দিকে ওই এলাকায় পাকা রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার সময় তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা এবং রাস্তা খোঁড়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মমিন মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে।

মহিপুর থানা পুলিশ জানায়, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে একাদশ সংসদ নির্বাচন বানচালের উদ্দেশে ব্যাপক নাশকতার পরিকল্পনা নিয়ে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী যোগাযোগের রাস্তা কেটে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালায়। প্রায় পাঁচ ফুট চওড়া ও অন্তত চার ফুট গভীর করে কেটে রাস্তাটি বিচ্ছিন্ন করা হয়। সোমবার ভোররাতে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ৫০-৬০ জনের একদল দুস্কৃতকারী পালাতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মমিন হাওলাদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

মহিপুর থানার এসআই এনায়েত হোসেন খান জানান, রাস্তা কাটার সময় নাশকতার পরিকল্পনায় রাখা তিনটি পেট্রোল বোমা এবং রাস্তা খোঁড়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আটককৃত মমিন হাওলাদার ওই এলাকার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

Bootstrap Image Preview