Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজাকারদের প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন ড. কামাল: হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:১৮ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:১৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


‘লন্ডনের নির্দেশে ঐক্যফ্রন্টের নামে ড. কামাল এখন রাজাকারদের প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মেহেরপুরের গাংনী বাজারে আওয়ামী লীগের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে বর্তমানে নেতৃত্ব সংকটে পড়েছে। দেওলিয়া বিএনপি এখন নিরুপায় হয়ে রাজনীতিতে মুনাফেক হিসেবে চিহ্নিত ড. কামালের শরণাপন্ন হয়েছে।’

পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিছাব উদ্দিন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনসহ স্থানীয় নেতারা। সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Bootstrap Image Preview