বগুড়ার ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক রাজিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শেখ জালাল উদ্দিন, এসএম ফেরদৌস আলম, ডেপুটি কমান্ডার আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ফটিক, শামছুল হক, রুহুল আমিন, রায়হান আলী, সাবেদ আলী, জহুরুল ইসলাম, আজাহার আলী ভূইয়া ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু।