ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ছিল সোমবার (২৪ ডিসেম্বর)। দিনটিকে সুশাসন দিবস হিসাবে পালন করেছে নরেন্দ্র মোদী সরকার। এ উপলক্ষে গতকাল দেশটিতে ১০০ টাকার (ভারতীয় রুপি) কয়েন উন্মুক্ত করা হয়েছে।
নতুন কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। এক পিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ির নাম খোদিত। বসানো রয়েছে তার ছবিও। যার নিচে তার জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ।
তার নিচে হিন্দিতে লেখা ‘সত্য মেব জয়তে’। তিন বারের প্রধানমন্ত্রী বাজপেয়ি গত ১৬ আগস্ট ৯৬ বছর বয়সে মারা যান।
কয়েনের উন্মুক্তের পর নরেন্দ্র মোদী বলেন, এটা বিশ্বাস করা কঠিন যে তিনি (বাজপেয়ী) আমাদের সঙ্গে নেই। তবুও তার ভালোবাসা সমাজের সব মানুষকে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, বাজপেয়ীকে সম্মান জানায়।