Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড়দিনে এবারই প্রথম প্রিনিক দম্পতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview


বিয়ের পর প্রথম খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন একসঙ্গে পালন করলেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপ গায়ক নিক জোনাস। এই বিশেষ দিনটি তারা যুক্তরাজ্যের লন্ডনে কাটাচ্ছেন।

‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াংকা লন্ডনে তার নতুন পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং নিক ও মা মধু চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার ভালোবাসি।’ পরবর্তীতে নিজ ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি ছবিতে নিক ও তার ভাই জো জোনাসের সঙ্গে দেখা যায় প্রিয়াংকাকে এবং সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাহুডোরে ভাইয়েরা।’ গত সপ্তাহে মুম্বাইয়ে পিগি চপস ও নিকের তৃতীয় বিবাহোত্তর অভ্যর্থনা অনুষ্ঠিত হয় এবং এর পরেই তারা লন্ডনে উড়ে যান।

গত ১৮ আগস্ট মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে আংটিবদল করেন প্রিয়াংকা। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ দম্পতির—একটি খ্রিস্টান ও অপরটি হিন্দু রীতিতে। এর পর দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত হয় তিনটি বিবাহোত্তর অভ্যর্থনা।

জানা যায়, প্রিয়াংকা ও নিক তাদের হলিউডি বন্ধুদের জন্য আরেকটি রাজকীয় পার্টি দিতে যাচ্ছেন এবং সেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। পরবর্তীতে তারা সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা কাটাবেন। আর মধুচন্দ্রিমা থেকে ফিরেই প্রিয়াংকা যোগ দেবেন ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমার শুটিংয়ে।

 

Bootstrap Image Preview