Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুমি বিকেলের স্নিগ্ধ ছায়া

রফিকুল ইসলাম রাইসুল
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview


এমন অভিমান করে
মুখে লাল আভা এনো না,
তোমার স্ফুরিত বুকের স্পন্দনে
হাহাকার তুলো না।

তোমার ঠোঁটের রেখায় দেখি
বিদ্যুৎ রেখার ঝলক।

আমি তোমাকে ছুঁয়েছিলাম,
ক্ষণিক সুখকে জীবন পর্যন্ত
টেনে নিতে তোমার চোখে চোখ রেখে
ভালোবাসার ঝর্ণা ধারায়
তোমাকে সূর্যস্নান করাবো বলে।

তুমি সূর্যের প্রথম কিরণ,
আলো ঝলমল সকাল,
বিকেলের স্নিগ্ধ ছায়া,
সন্ধ্যার আবিরে মায়ার বন্ধন।

তুমি থমথমে রাতের নিথর স্বপ্নের জোরালো প্রতীক,
তুমি মাঝরাতের ভাঙা ঘুমের ভয়ংকর আকস্মিকতার প্রতিচ্ছবি,
তুমি জীবন-চলার বড্ড এক স্বপ্নবতী।

Bootstrap Image Preview