Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একই সিনেমায় অভিনয় করলেন বাবা-মেয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:২৭ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:২৭ PM

bdmorning Image Preview


একই সিনেমায় প্রথমবারের মত অভিনয় করলেন বলিউড অভিনেতা অনিল কাপুর ও তার মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি তাদের অভিনীত ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ পেয়েছে।

ছবিটির ফার্স্টলুক প্রকাশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অনিল কাপুর বলেন, ‘আমি যদি কখনো সিনেমা পরিচালনা করি, তাহলে সে সিনেমায় নায়িকা হিসেবে সোনম কাপুরকে কেন্দ্রীয় নারী চরিত্রে নিতে চাই।’

তবে ‘নায়ক’ খ্যাত এই তারকা কবে সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটাবেন সেটি এখনও জানাননি তিনি।

এদিকে মেয়ের সঙ্গে প্রথম অভিনয় করা প্রসঙ্গে অনিল বলেন, ‘ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিলো অসাধারণ। সে অভিনেত্রী হিসেবে প্রতিবার আমাকে চমকে দিয়েছে। শুটিং সেট ও পর্দায় দুই জায়গায় আমি আলাদা মানুষটিকে দেখেছি। এটিই আসলে একজন সত্যিকারের শিল্পীর চিহ্ন।’

ছবিটি পরিচালনা করছেন শেলি চোপড়া। সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও ও জুহি চাওলা। ১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

 

Bootstrap Image Preview