রাজধানীর শনিআখড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হারুনর রশিদ (৪২) ও বাশার (৩২) নামে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা ট্রাকের চালক-হেলপার কিনা তা জানা যায়নি।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, কদমতলী থানার শনিআখড়ার জিয়া স্মরণীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারুনর রশিদ নামে একজনের মৃত্যু হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাশারের মৃত্যু হয়।