Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বক্সিং ডে টেস্টে ভালো অবস্থানে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৭ AM

bdmorning Image Preview


মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক আগরয়াল এবং হনুমা বিহারি ধীর গতিতে হলেও ভাল শুরু করেন। দীর্ঘক্ষণ টিকে থাকলেও ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিহারি।

টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টেস্ট অভিষেক হল মায়াঙ্ক আগরয়ালের। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, লিঁওদের সামাল দিলেন ভালমতোই। শুরু থেকে রানের গতি বাড়ানোর দিকে নজর দেন মায়াঙ্ক। অন্যদিকে উইকেটে টিকে থাকেন হনুমা বিহারি। কিন্তু ৬৬ বল খেলে মাত্র ৮ রানে কামিন্সের বাউন্সে ফিঞ্চের হাতে ধরা পড়লেন বিহারি।মুরলী বিজয় এবং কেএল রাহুলের পরিবর্তে নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক-হনুমা। ওপেনিং জুটিতে অবশ্য এদিন ৪০ রান এল। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে এক উইকেট হারিয়ে ৫৭ রান তোলে ভারত। 

লাঞ্চ বিরতি থেকে আগাওয়াল ও পূজারা জুটি ভারতে শক্ত অবস্থানে নিয়ে যায়। ৩৪ রান নিয়ে মায়াঙ্ক ও ১০ রানে চেতেশ্বর পূজারা ব্যাটিং শুরু করে। এই দুই ব্যাটসম্যান এখন অবদি ৮০ রানের জুটি গড়েছেন। ৫৪ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১২০রান। মায়াঙ্ক ৭২ রান ও পূজারা ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন। 

এদিন বিরাট কোহলির সঙ্গে আর্চি স্চিলারকে সঙ্গে নিয়েই টস করতে এলেন অজি অধিনায়ক টিম পেইন। ৬ বছরের ছোট্ট আর্চি যে এই ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি তথা সহ অধিনায়ক। 

Bootstrap Image Preview