বুধবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার দিকে তাকিয়ে আছেন ফাস্ট বোলার ডেল স্টেইন। আফ্রিকার শহর সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে আর একটি উইকেট পেলেই এককভাবে শীর্ষ স্থান দখল করবেন স্টেইন। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।
দীর্ঘ দিন যাবত দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক ছিলেন ২০০৮ সালে অবসর নেয়া শন পোলক। কিন্তু গত সিরিজে পোলকের সেই রেকর্ডে ভাগ বসান স্টেইন। অর্থাৎ ৪২১ উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারে য়ৌথভাবে শীর্ষে রয়েছেন পোলক ও স্টেইন।
স্টেইন বলেন,‘ কেবল একটা নয় আরো অনেক বেশি উইকেট শিকারের ক্ষমতা আমার আছে। আমি নিজকে পোলকের চেয়ে কেবলমাত্র এক উইকেট বেশি শিকারে আবদ্ধ রাখতে চাইনা। শেষ পর্যন্ত আমার লক্ষ্যটা আরো বড়।’
বেশ কয়েকটি বাধার কারণে গত দুই বছর নিজের জন্য অত্যন্ত হতাশার ছিল স্বীকার করেন তিনি।স্টেইন বলেন, ‘আমি মনে করছি এমনটা ঘটলে সেটা খুবই সুন্দর হবে। এ জন্য দীর্ঘ সময় লেগেছে এবং এ ধরনের রেকর্ড গড়াটা অনেক বড় অর্জন। আমি অনেক বেশি গৌরবান্বিত হবো। তবে নিজের অবস্থানে ফিরব এবং পরের ধাপে যাওয়ার চেস্টা করব।’
আজ বুধবার ক্যারিয়ারের ৮৯ তম টেস্টে খেলতে নামাবেন ৩৫ বছর বয়সী এ পেসার। এ বছরের প্রথম দিকে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজেই রেকর্ডের মালিক হতে পারতেন। কিন্তু সে সিরিজে মাত্র দুই উইকেট শিকার করে পোলকের রেকর্ডকে স্পর্শ করেন।
তিনি বলেন, ‘আমার হাতে পুনরায় লাল ওঠাটাই অনেক সুন্দর। শ্রীলংকার কন্ডিশন পেসারদের জন্য অনেক কঠিন ছিল। এখানকার কন্ডিশন অনেক বেশি সহায়ক। আমি এখানে মাঠে নামার অপেক্ষায় এবং পাঁচ দিন প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি।’
টেস্ট ক্রিকেটে সর্ব কালের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় স্টেইন বর্তমানে এগারতম স্থানে আছেন। সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে সবার উপড়ে আছেন ২০০৮ সালে অবসর নেয়া শ্রীলংকান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। ফাস্ট বোলার হিসেবে এ তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। তার শিকার ৫৬৫।