Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিষেকেই ৭১ বছরের রেকর্ড ভাঙলেন মায়াঙ্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:১২ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:১২ PM

bdmorning Image Preview


মেলবোর্নে টেস্ট অভিষেকেই নজর কেড়েছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। কেএল রাহুল ও মুরালি বিজয়ের ধারাবাহিক ব্যর্থতায় দলে সুযোগ পেয়ে টেস্টের প্রথম দিন ৭৬ রানের ইনিংস খেলেছেন। যাতে ৭১ বছরে পুরনো একটি রেকর্ড ভাঙেন তিনি।

কর্নাটকের ডানহাতি ওপেনার আগরওয়াল ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করে এসেছেন আন্তর্জাতিক আসরে। আর সেই আত্মবিশ্বাসই প্রতিফলিত হল তাঁর ব্যাটিংয়ে। তৃতীয় টেস্টের প্রথম দিনে চায়ের বিরতির আগে প্যাট কামিংসের বলে উইকেটকিপার টিম পেনকে ক্যাচ দিয়ে ফেরা অভিষেকটা স্বরণীয় করে রাখলেন তিনি। 

আজ আগরওয়ালের ১৬১ বলে ৭৬ রানের ইনিংসটি সাজানো ছিল আট বাউন্ডারি ও একটি ওভারবাউন্ডারি। প্রথম উইকেটে হনুমা বিহারীর সঙ্গে যোগ করেছিলেন ৪০ রান। দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে ৮৩ রান যোগ করে ভারতকে মজবুত অবস্থানে পৌঁছে দিয়ে চা বিরতির আগে প্যাভিলনে ফেরেন আগারওয়াল।

দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়ে ৭১ বছরে পুরনো একটি রেকর্ড ভাঙেন মায়াঙ্ক। তার ৭৬ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতে অভিষিক্ত কোন ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংস। এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন দাত্তু পাড়িকার। ১৯৪৭ সালে নিজের অভিষেক টেস্টে ৫১ রান করেছিলেন তিনি।

Bootstrap Image Preview