‘শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি এলে দেশ ধ্বংস হয়। সুতরাং উন্নয়ন না ধ্বংস কোনটা দরকার, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।’
আজ মঙ্গলবার ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী পথসভায় বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিএনপি বলেছিল ২৪ তারিখে তারা দেখিয়ে দিবে, কিন্তু কিছুই করতে পারেনি। খুনি তারেক জিয়া, দুর্নীতিবাজ খালেদা জিয়া আর ভাড়াটিয়া ড. কামাল হোসেনের কোনও নীতি আদর্শ নেই। দল পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। সুতরাং আপনারদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কী করবেন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা স্বপ্ন দেখেন। তিনি স্লোগান দিয়েছেন, আমার গ্রাম আমার শহর অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রত্যেকটি গ্রাম শহর হবে।’
আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘ভোলা-বরিশাল ব্রিজ হবে। ভোলাকে সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে। গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। অন্ধকার রাজাপুরকে আলোকিত করা হয়েছে, এখন আলোকিত রাজাপুরকে শহর করা হবে। এখানে একটি কলেজ, একটি ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র ও অবকাঠামোর উন্নয়ন করা হবে।’