Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম দিন শেষে চালকের আসনে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview


বুধবার বক্সিং-ডে টেস্টের প্রথম দিনে মেলবোর্নে ইতিহাস লিখেছেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সৌজন্যে প্রথম দিনের শেষে ভারত যথেষ্ট ভাল জায়গায়। মাত্র ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ফেলেছে বিরাটবাহিনী। বিরাট নিজে হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন।

এদিন মেলবোর্নে টেস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দলের দুই নিয়মিত ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয় বাদ পড়ায় এই টেস্টে সুযোগ পান মায়াঙ্ক ও হনুমান বিহারী। এই দুই ওপেনার প্রথম উইকেটে ৪০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মায়াঙ্ক। কিন্তু বিহারী ৬৬ বল খেলেও মাত্র আট রান করে ফিরে যান। প্যাট কামিন্সের বলে ফিঞ্চের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি।

এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে এগিয়ে যান মায়াঙ্ক। দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। কিন্তু সেঞ্চুরির আশা জাগিয়েও চা-বিরতির ঠিক আগের ওভারে আউট হয়ে যান। মায়াঙ্কও শিকার হন কামিন্সের। অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইনের হাতে ক্যাচ-আউট হন তিনি। ১৬১ বলে ৭৬ রানের ইনিংসে আটটি চার মারেন মায়াঙ্ক।

এতেই অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেককারী ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন তিনি। এতদিন পর্যন্ত দাত্তু ফড়কর এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। ১৯৪৭ সালে তিনি ৫১ করেছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ায় অভিষেক করে বড় রান করার তালিকায় থাকবেন হৃষিকেশ কানিতকর (৪৫) ও আবিদ আলি (৩৩)। ময়ঙ্ক এদিন করলেন ৭৬। ভাঙলেন ৭১ বছরের রেকর্ড।

মায়াঙ্ক আউট হওয়ার পর মাঠে নামেন বিরাট। চেতেশ্বর আর বিরাটের জুটিতে দিন শেষে ৯২ রানের অপরাজিত জুটি গড়েছেন। চেতেশ্বর পূজারা ৬৮ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার। একই সংখ্যক চার মেরেছেন বিরাট কোহলিও। তবে কোহলি খেলেছেন ১০৭ বল, সেখানে পূজারা খেলেছেন ২০০ বল।

Bootstrap Image Preview