Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিএনপির ৪ নেতাকর্মী নাশকতার মামলায় গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নিমগাছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ধামাচামা গ্রামের আব্দুল খালেক (৬০), ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য মানিক পোটল গ্রামের আল আমিন (২৮), ভান্ডারবাড়ি গ্রামের মাহবুব হোসেন সোহেল (৪৪) ও চিকাশি ইউনিয়ন বিএনপির সদস্য গজারিয়া গ্রামের বেলাল হোসেন (৭০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারকারীদের উপর ১৭ ডিসেম্বর রাতে হামলা চালিয়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় জামায়াত-বিএনপির ৩১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৪০জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।  

Bootstrap Image Preview