বগুড়ার ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ জালাল উদ্দিন (৬২) ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের মৃত মেহেরুল্লাহ শেখের ছেলে।
আজ বুধবার সকাল ১১টার দিকে গ্রামের বাড়ি থেকে ধুনট শহরে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহজাহান আলী তালুকদার, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, সদস্য এএফএম ফজলুল হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলামিষ্ট রেজাউল করিম মিন্টু, পিরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।