Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যশোর-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যশোর-৩ (সদর) আসন থেকে গত ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির শীর্ষ ৫ নেতাকে গ্রেফতার করার পর বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘গত কয়েকদিনে শুধু যশোর-৩ আসন এলাকা থেকেই আমার প্রায় আড়াইশ’ পদধারী নেতাকে আটক করা হয়েছে। বাকিরা এখন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে দফায় দফায় লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি’।

সাংবাদিকদের উদ্দেশে অমিত বলেন, ‘গত সপ্তাহেও এখানে যখন আমি সংবাদ সম্মেলন করি, আমার ডানে-বায়ে অনেক নেতা-কর্মীদের আপনারা দেখেছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানেই দেখতে পাচ্ছেন আজকের সংবাদ সম্মেলনে আমি ও আমার স্ত্রী ছাড়া ডানে-বায়ে কেউ নেই’। অমিত বলেন, ‘আমার নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা বেশিরভাগ নেতা-কর্মীকে গত দুই-তিন দিনের মধ্যে জেলে ঢোকানো হয়েছে। বাকিরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। আমার পোলিং এজেন্টদের চিঠিতে স্বাক্ষর করার মতো নেতাও এখন আর বাইরে নেই’।

তিনি বলেন, ‘প্রশাসন যেভাবে ভোট করছে তাতে আওয়ামী লীগের কোন প্রার্থী দেওয়ার দরকার ছিল না, কলাগাছ দাঁড় করিয়ে দিয়েও পাস করাতে পারতো’। যশোর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সব আয়োজন বাদ রেখে আসুন, যশোরের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, গ্রামে গ্রামে প্রমাণ করে দেবো কার জনপ্রিয়তা বেশি’।

সংবাদ সম্মেলনে অমিতের সাথে থাকা তার স্ত্রী সোহানা পারভীন বলেন, ‘আমি মঙ্গলবার যশোর শহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগে গিয়েছিলাম। সেখানে ঘরের মধ্যেও নারীরা আমার সাথে ফিসফিস করে কথা বলছে। ঘরের বাইরে আমাদের সাথে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না’।

তিনি আরো বলেন, ‘আমরা জানি, সবাই টের পাচ্ছে, সাংবাদিকসহ সবাই এখন ফিসফিস করে কথা বলছে, লিখছে। সরকার পুরো জাতিকেই ফিসফিসানির মধ্যে ফেলে দিয়েছে’।

Bootstrap Image Preview