Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে সাজেদা চৌধুুরীর পক্ষে নির্বাচনী শোভাযাত্রা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে বিশাল নির্বাচনী শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৬ ডিসেম্বার) সকাল ১১টায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

মুনছুরাবাদ বিশ্বরোড হয়ে চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড ঘুরে নগরকান্দায় বাজার, সালথা উপজেলার মাঝারদিয়া বাজার, সোনাপুর বাজার ও সালথা বাজার হয়ে রসুলপুর উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে গিয়ে শোভাযাত্রাটি বিকাল ৩টায় শেষ হয়।

এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান, বাবুলের উদ্যেগে অন্যান্যদের মধ্যে ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কুতিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বিপ্লব জামানসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় শতাধিক মাইক্রোবাস ও ৩ শতাধিক মটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Bootstrap Image Preview