Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির আরও তিন নেতার প্রার্থিতা স্থগিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের তিনজন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছেন আদালত। আজ বুধবার দুপুরে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

স্থগিত করা প্রার্থীরা হলেন-নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নাটোর-৪ আসনের আব্দুল আজিজ এবং গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির আহমেদ।

ধানের শীষের এসব প্রার্থীরা উপজেলা পদে থেকেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত হয়েছিল। পরে তাদের প্রার্থিতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রিট করেন আদালতে।

আইনজীবীরা জানান, তাদের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্ট রুল জারি করেছেন। এর ফলে নির্বাচনে অংশ নিতে পারছেন না তারা।

Bootstrap Image Preview