Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে সম্পাদক পরিষদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে চিঠি দিয়েছে সম্পাদক পরিষদ।

চিঠিতে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভা থেকে পরিষদ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে, নির্বাচনের দিন এবং এর আগে ও পরের দিন সারা দেশে সাংবাদিক, সংবাদকর্মী ও মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা।

এ লক্ষে ১. সাংবাদিক বা সংবাদকর্মীদের মোটরসাইকেলের চলাচল নিশ্চিত করা।

২. সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা।

সম্পাদক পরিষদ আরো জানাচ্ছে, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট যানবাহন যাতে মুক্তভাবে চলাচল করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সে লক্ষে সহযোগিতা করা।

চিঠিতে স্বাক্ষর করেছেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

Bootstrap Image Preview