আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী- ১ (তানোর-গোদাগাড়ী) আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী গণসংযোগ করেছেন।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে তিনি গণসংযোগ শুরু করেন।
এ সময় তিনি গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারন জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতিকের পোস্টার।
গণসংযোগকালে তিনি বলেন, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে ক্ষমতায় আসতে পারলে আমরা বাংলাদেশকে দারিদ্রমুক্ত করবো। হত দরিদ্র কেউ থাকবে না। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দিয়ে মানুষকে সহযোগিতা করেছি।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যুবসমাজের জন্য ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং দিচ্ছেন। কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিচ্ছেন যেন বিনা জামানতে দুই লাখ টাকা ঋণ নিতে পারে। তাছাড়া ব্যবসা-বানিজ্য করতে পারে সেই সুযোগটাও তিনি করে দিয়েছেন।
এসময় তিনি গত এক দশকে বিভিন্ন উন্নয়নমূলক চিত্র ভোটারদের সামনে তুলে ধরেন এবং আগামীতে আরো উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন তিনি।
এ সময় রাজশাহী- ১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগ সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম (হিটলার), গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ বদিউজ্জামান, সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপরে তিনি মাটিকাটা কলেজে ইসলামিক ফাউন্ডেশনের ইমামদের সাথে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তারা নৌকার শ্লোগান তোলেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।