Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে যৌথ বাহিনীর নির্বাচনী টহল

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview


জয়পুরহাট ও পাঁচবিবি এ ২ টি উপজেলা নিয়ে জয়পুরহাট- ১ আসন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ অবাদ নিরপেক্ষ রাখতে, ভোটের আগে ও পরে নির্বাচনী সহিংসতা রোধে জেলার পাঁচবিবির সর্বত্র সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সকল আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচনী টহল জোড়দার করেছে।

গত ২০ ডিসেম্বর সারাদেশের নির্বাচনী মাঠে বিজিবি নামলেও ২৪ ডিসেম্বর থেকে নামে সেনাসদস্যরা।

জয়পুরহাট- ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন, পাঁচবিবি উপজেলার নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ৩ প্লাটন বিজিবি সদস্য ভোটের মাঠে কাজ করছে।

অপরদিকে থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে এবারই প্রথম পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও নির্বাচনে দায়িত্ব পালন করছে।      

Bootstrap Image Preview