Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্ক হবে দ্বাদশ বৃহৎ অর্থনীতি: এরদোগান

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে আগামী বছর তুরস্ক হবে বিশ্বের দ্বাদশ বৃহৎ অর্থনীতি।

পিপিপির ভিত্তিতে দেশটি বর্তমানে ত্রয়োদশ অবস্থানে রয়েছে।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) এক বৈঠকে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ২০১৯ সালে লক্ষ্যমাত্রার ভিত্তিতে মুদ্রাস্ফীতি কমিয়ে আনবে তুরস্ক সরকার।

‘আমাদের নেয়া প্রতিটি পদক্ষেপের লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি, উন্নয়ন ও শক্তিমত্তা বজায় রাখা।’

তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যানুসারে গত নভেম্বরে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১.৬২ শতাংশ।

গত সেপ্টেম্বরে তুরস্কের নতুন অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ২০.৮ শতাংশে, পরের বছর ১৫.৯ শতাংশ, ২০২০ সালে ৯.৮ শতাংশ ও ২০২১ সালে ৬.০ শতাংশ নামিয়ে আনার কথা বলা হয়েছে।

এরদোগান বলেন, তুরস্ক বছর শেষে ১৭০ বিলিয়ন ডলার রফতানির মাধ্যমে আগের রেকর্ড ভেঙে ফেলবে।

Bootstrap Image Preview