Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাস্তবেও আনুশকার স্বামী হতে চান শাহরুখ খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ PM

bdmorning Image Preview


আনুশকা শর্মাকে বরাবর পছন্দ করেন বলিউড বাদশা শাহরুখ খান। দুজনের সম্পর্কও অনেক ভালো। তাঁরা একে অপরের ভালো বন্ধু। তাই অনেক সময় আনুশকার সাথে মজা করে কথা বলে থাকেন কিং খান।

এবার আনুশকার  বাস্তবের ‘স্বামী’র ভূমিকাতেও অভিনয় করতে চান শাহরুখ ।  খান  সাহেব আসলে বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করতে চান।

 ভারতের এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে চান। শাহরুখ জানান বিরাটের নাম। যার পরে আনুশকা  আবার মজা করে বলেন, ‘‘তোমাকে এর জন্য দাড়ি রাখতে হবে।’’

কিং খান রসিকতার সুরে জবাব দেন, ‘‘হ্যারি মেট সজল সিনেমায় দাড়ি রেখেছিলাম। আমাকে বিরাট কোহলির মতোই লাগছিল।’’ পর্দার আনুশকা  শর্মা কে হবেন, তাও জানিয়ে দিয়েছেন বাজিগর! তাঁর পছন্দ ক্যাটরিনা কাইফ।

Bootstrap Image Preview