জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ডান -হাতি অফ স্পিনার নাঈম হাসান। বাংলাদেশ দেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে তুলে নিয়েছেন ৮ উইকেট।
দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন মোট ১০ উইকেট। এতে তিন দিনের মাথায় ৩২১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইস্ট জোন।
এই দিন ১৮ বছর বয়সী এই স্পিনারের উইকেট শিকারের তালিকায় ছিলেন, পিনাক ঘোষ, সাঈফ হাসান, আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, মার্শাল আইয়ুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোশাররফ হোসেন রুবেল ও আবু হায়দার রনির উইকেট তুলে নেন এই অফ স্পিনার।
দ্বিতীয়বারের মতো পূরণ করেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৮ উইকেট। চলতি বছরের অক্টোবরে কক্সবাজারে চট্টগ্রাম বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ১০০ রান খরচ করে ৮ উইকেট শিকার করেন।