Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১০৪ রানে অলআউট শ্রীলঙ্কা, শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আগুনে বোলিং লাকমলের৷ লাহিরু কুমারাকে সঙ্গে নিয়ে লাকমল ভাঙলেন কিউয়ি ইনিংস৷ তা সত্ত্বেও দিনের শেষে শ্রীলঙ্কাকে চালকের আসনে ছিল না টিম সাউদির পাল্টা আক্রমণের জন্য৷বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ক্রাইস্টচার্চ পেসারদের একতরফা দাপট চোখে পড়ল৷ মাত্র ১০৪ রানেই শেষ হলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

সবুজ প্রাণবন্ত পিচ৷বুধবার টসে জিতে যে কোনও অধিনায়কই প্রথমে ফিল্ডিং করতে চাইবে৷ ব্যতিক্রমী নন দীনেশ চাঁদিমলও৷ টস ভাগ্য সঙ্গ দিতেই তিনি নতুন বল তুলে দেন লাকমলদের হাতে৷ দলনায়ককে হতাশ করেনি শ্রীলঙ্কার পেস জুটি৷ পাল্লা দিয়ে উইকেট তুলে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট করে দিতে মুখ্য ভূমিকা নেন লাকমল-কুমারা জুটিই৷

নিউজিল্যান্ড একসময় ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল৷ সেখান থেকে ওয়াটলিং-সাউদির জুটি সপ্তম উইকেটে ১০৮ রান যোগ করে কিউয়িদের দেড়শোর গণ্ডি পার করায়৷ ওয়াটলিং ৯০ বলে ৪৬ রান করে আউট হন৷ সাউদি সাজঘরে ফেরেন ৬৫ বলে ৬৮ রান করে৷ বাকিদের মধ্যে রস টেলর (২৭) ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউই৷

লাকমল একাই ৫৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন৷ কুমারা নেন ৪৯ রানে ৩ উইকেট৷ ১৩ রানে একটি উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা৷ ম্যাথিউজ ও চামিরা কোনও উইকেট পাননি৷

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অবশ্য পায়ের তলার জমি শক্ত করতে পারেনি৷ প্রথম দিনে মাত্র ৮৮ রানে ৪ উইকেট হারিয়েছিল চাঁদিমলরা।দ্বিতীয় দিনেও কোনো তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তাদের হয়ে।

বুধবার ম্যাথিউজ ২৭ ও সিলভা ১৫ রানে দ্বিতীয় দিন শুরু করে। এদিন ম্যাথুজ সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২১ রান আসে সিলভার ব্যট থেকে। লোয়ার অর্ডারের শেষ চার ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। ১০৪ রানে অল আউট হয়েছে তারা। 

 

এর আগে শ্রীলঙ্কার প্রথম তিনজন ব্যাটসম্যান গুনতিলকে, করুণারত্নে ও চাঁদিমল যথাক্রমে ৮, ৭ ও ৬ রান করে ক্রিজ ছাড়েন৷ তিনজনকেই ফিরিয়ে দেন সাউদি৷ মেন্ডিসকে ১৫ রানে আউট করেন গ্র্যান্ডহোম৷

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট নিয়েছেন বোল্ট। এছাড়া সাউথী নেন ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দিচ্ছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে তারা। ক্রিজে নাথাম ৪৯ ও উইলিয়ামসন ১৫ রান নিয়ে ব্যাট করছেন। ওপেনার রাভাল ৭৪ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লিড ২১৮

Bootstrap Image Preview