সিরিজে দ্বিতীয় শতরান চেতেশ্বর পূজারার৷ সতর্ক হয়ে তিন অঙ্কের পথে পা বাড়াচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একছত্র আধিপত্য দেখাচ্ছে। চেতেশ্বর পূজারা সেঞ্চুরি দেখা পেলেও ৮২ রানে আউট হয়েছেন কোহলি।
প্রথম দিনের শেষে পূজারা ৬৮ ও কোহলি ৪৭ রানে অপরাজিত ছিলেন৷ তার পর থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শুরুটা একটু সতর্কভাবে করেন দুই তারকা৷ কোহলি প্রথম ওভারেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন৷ কবে তার পর নিজেকে একটু গুটিয়ে রাখেন ভারত অধিনায়ক৷
অন্যদিকে পূজারা অপর প্রান্ত দিয়ে স্বভাবসুলভ ধীর স্থিরভাবে ব্যক্তিগত শতরানের দিকে এগিয়ে যান৷ শেষমেশ লাঞ্চের ঠিক আগে টেস্ট কেরিয়ারের ১৭ তম ও চলতি সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর৷ এর আগে অ্যাডিলেডের প্রথম ইনিংসে ১২৩ রান করে ভারতকে জয়ের মঞ্চে বসিয়ে দিয়েছিলেন পূজারা৷
২ উইকেটে ২১৫ রানের পর থেকে দিনের খেলা শুরু করে ভারত দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে কোহলি ও পূজারা পূজারার অবিচ্ছেদ্য জুটিতে ২৭৭ রানে পৌঁছে৷ তবে লাঞ্চ থেকে ফিরেই্ এই দুই ব্যাটসম্যানের উইকেট হারায় ভারত।
প্রথমেই দলীয় ২৯৩ রানের মাথায় ২০৪ বল থেকে ৮২ রান করা কোহলিকে প্যাভিলনে ফেরত পাঠান স্টার্ক। এর ৬ রান পরেই ৩১৯ বল থেকে ১০৬ রান করা পূজারাকে বোল্ড করেন কামিন্স।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ভারতের সংগ্রহ ৩৩৯ রান। ক্রিজে ২৭ রান নিয়ে রাহানে ও রোহিত শর্মা ১৩৪ রান নিয়ে ব্যাট করছেন।