Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পর্দা কাঁপাতে আসছে শ্রীদেবীর ছোট মেয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


এ বছর মুক্তি পাওয়া আলোচিত ‘ধাড়াক’ সিনেমার মধ্যে দিয়ে অভিষেক হয় প্রয়াত নায়িকা শ্রীদেবীর যৌগ্য উত্তরসূরি তার বড় মেয়ে জানভি কাপুরবলতেই হয় করণ জোহরের হাত ধরে বি-টাউনে পা রেখেছেন এই অভিনেত্রী। এবার এই প্রযোজক করণ জোহরের হাত ধরে পর্দায় আসছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও!। নেহা ধুপিয়ার নতুন শো ‘নো ফিল্টার নেহা’-তে ইঙ্গিত দিয়েছেন করণ জোহর।

শোয়ের শুরুতেই নেহা করণ জোহরের কাছে জানতে চান, কোন স্টার কিড ২০১৯ সালে বলিউডে আনতে যাচ্ছেন তিনি। এর উত্তরে করণ প্রথমে জাভেদ জাফরির ছেলে মিজানের নাম বলেন। এরপর খুশির প্রসঙ্গ টানেন।

করণের ভাষ্য ছিল এমন, ‘মিজান আসলে অসাধারণ একটা ছেলে। সে খুব ভালো ড্যান্সার। তার মধ্যে বড় তারকা হওয়ার লক্ষণ আছে। আর খুশি গর্জিয়াস ও লাভলি। তারা দুজনই ২০১৯ সালে পর্দায় আসবে।’

জানা যায়, সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিজান। অন্যদিকে খুশি কাপুরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সে তার ফ্যাশনেবল উপস্থিতি দিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয়।

 

Bootstrap Image Preview