Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরের ঘনিয়ারপাড়ে আ'লীগ উঠান বৈঠক

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫৩ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় বেপারী বাড়িতে ছেঙ্গারচর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান বেপারীর নেতৃত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর- ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলের সমর্থনে বৈঠকে শত শত নারীর উপস্থিতি ঘটে।

ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক আঃ হান্নান বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা বজলুর রহমান ঢালী, সাবেক কমিশনার মুজিবুর রহমান, মহিলা কাউন্সিলর মিল্লাতুন নেছা মিলি, আ'লীগ নেতা রফিক সরদার, ডাঃ এমএ করিম, ছাত্রলীগ নেতা আল-আমিন মিয়াজী, নাছির মোল্লা, সজিব মৃধা প্রমুখ। 

এসময় কাউন্সিলর আঃ মান্নান বেপারী বলেন, মতলবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নুরুল আমিন রুহুল ভাইকে নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে সকলেই দেশের কথা উন্নয়নের কথা চিন্তা করে একটি করে নৌকায় ভোট দিবেন। তাহলে মতলবের উন্নয়নের পাশাপাশি আমরা শান্তিতে থাকতে পারবো। 

Bootstrap Image Preview