Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে ‘বাচ্চা শ্বশুর’ নিয়ে আসছেন জিৎ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:২২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:২২ PM

bdmorning Image Preview


টালিউডের সুপারস্টার জিৎ নতুন বছরেই দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘বাচ্চা শ্বশুর’। ছবিটির ফার্স্ট লুক বের হতে না হতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি এই সিনেমাটির মধ্য দিয়ে বড় পর্দায় আবারও একসঙ্গে আসছেন জিৎ এবং চিরঞ্জিত।

কিছুদিন আগেই বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’ মুক্তি পেয়েছে এবং সেখানে ‘বামুন’ চরিত্রে দেখা যায় তাকে। আর সেই ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটি তৈরি করা হচ্ছে।

‘জিরো’ ছবির প্লটের একাংশ নিয়ে একেবারে অন্যরকমভাবে সিনেমাটি তৈরি করছে টালিউড পরিচালক। আর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই এমনটা দাবি করছেন নেটিজেনরা।

জানা যায়, এটি পুরোপুরি একটি কমেডিয়ান ছবি। কিন্তু নেটিজেনের দাবি ‘জিরো’ ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে ‘বাচ্চা শ্বশুর’। ‘জিরো’তে বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত। আর বামন শ্বশুরকে নিয়ে জামাইয়ের নাজেহাল অবস্থা। এমন গল্পের অবলম্বনেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এখানে জিৎ এর বিপরীতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায় এবং ছবিটির পরিচালনায় করছেন পাভেল।

বড়দিনে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে জিৎ বেশ প্রশংসিত হয়েছে। ছবির পোস্টারও বেশ ইন্টারেস্টিং। জিৎ এর কাঁধের উপর চেপে বসেছেন চিরঞ্জিত। অ্যানিমেশন এবং ফটোশপের কায়দায় চিরঞ্জিতের উচ্চতা বেশ খানিকটা কমিয়ে দিয়ে হাস্যকর পোস্টারের রূপ দেওয়া হয়েছে। ছবিটির পরিচালনায় রয়েছেন পাভেল।

 

Bootstrap Image Preview