Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের তিন দিন আগে ধানের শীষ পেলেন লায়ন হারুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর মাত্র তিন দিন। শেষ মূহুর্তে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীর হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।

বুধবার রাতে চাঁদপুর জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর ঋণ খেলাপি জনিত কারণে বিএনপি প্রার্থী এম এ হান্নানের প্রার্থীতা স্থগিত হয়। পরে চেম্বার জজ আদালত ২৪ ডিসেম্বরেও ওই আদেশ বহাল রাখেন। ফলে বিএনপি প্রার্থী শুন্য হয়ে পড়ে ফরিদগঞ্জ।

এরই মধ্যে দলীয় অন্য মনোনয়ন পাওয়া রিয়াজ উদ্দিন নসু, কাজী রফিক এবং সর্বশেষ লায়ন হারুনুর রশিদ ধানের শীষের জন্য তদবির ও প্রক্রিয়া শুরু করেন। শেষ পর্যন্ত বুধবার প্রথমে দলীয় ভাবে প্রতীক বরাদ্দ নিয়ে আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেন লায়ন হারুনুর রশিদ। পরে নির্বাচন কমিশন লায়ন হারুনের আবেদন গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মো: মাজেদুর রহমান খান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে লায়ন হারুনুর রশিদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview