অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রানের পাহাড় ভারতের৷ সাত উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এটাই চলতি বছরে দেশের বাইরে সর্বোচ্চ রান ভারতের৷ পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে দিন শেষে ৬ ওভার ব্যাট করে ৮ রান তুলেছে অজিরা৷
শতরান করে এদিন ভারতের রানের ভিত মজবুত করে দেন মিডল অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ ৩১৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ডানহাতি৷ পূজারার পার্টনার কোহলি অবশ্য এদিন শতরান মাঠে ফেলে এলেন৷
উইকেটের উপর দিয়ে থার্ড ম্যানে ছক্কা হাঁকানোর ঝুঁকি না নিলে পূজারার মতো শতরান হাঁকিয়ে মাঠ ছাড়তে পারতেন বিরাট কোহলি(৮২ রানে)৷ স্টার্কের বলে ফিঞ্চের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক৷ কোহলি-পূজারার ১৭০ রানের পার্টনারশিপ ব্যাটিং ইনিংস বড় রানের রাস্থা দেখায় ভারতকে।
সেঞ্চুরি হাতছাড়া হলেও মেলবোর্নে অনবদ্য নজির গড়েন কোহলি৷ বক্সিং ডে টেস্টে ৮২ রানের ইনিংস খেলার পথে বিরাট এক ক্যলেন্ডার বর্ষে দেশের বাইরে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারে পরিণত হন৷ পার্থের পর ২০১৮ সালে বিদেশে কোহলির টেস্ট রান ছিল ১০৬৫৷ রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের নামে৷ ২০০২ সালে বিদেশের মাঠে টেস্টে দ্রাবিড় ১১৩৭ রান করেছিলেন৷
ওপেনিং সমস্যা কাটিয়ে ওঠার পাশাপাশি মেলবোর্নে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতাও কাটিয়ে উঠল ভারত৷ সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৪ রান করেন৷ ৬৭ রানে অপারাজিত থেকে দলকে চারশো রানের গণ্ডি পার করান কোহলির ওয়ান ডে ডেপুটি রোহিত শর্মা৷ এক বছর পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান হাঁকালেন হিটম্যান৷
রোহিত ছাড়া রান পেয়েছেন ঋষভ পান্তও৷ ৩৯ রান করে উইকেট উপহার দিয়ে আসেন তরুণ পান্ত৷ ভারতের বড় রান গড়ার পেছনে এদিন কাজ করেছে পেইনদের বাজে ফিল্ডিং। তাদের হাত ফসকে গেছে হাফ ডজন ক্যাচ।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন প্রাট কামিন্স। এছাড়া স্টার্ক ২টি ও হ্যাজেলউড- নাথার লায়ন ১টি করে উইকেট নেন।
ব্যাটংয়ে নেমে কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করেছে অসিরা। হ্যারিস ৫ ও ফিঞ্চ ৩ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া।